চলতি বছরেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। আর এই ৪ রাজ্যের ভোটে দল ভাল ফল করলেই চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনতে পারে মোদী সরকার। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি টিএমসিপি-র সমাবেশ থেকে তিনি বলেন, ‘দুদিন বাদে লোকসভা ভোট রয়েছে। আমার তো সন্দেহ যে ডিসেম্বরে ওরা ভোট করে দিতে পারে। জানুয়ারিতেও হতে পারে। ওদের কোনও বিশ্বাস নেই!’ এবার মমতার সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হওয়ার ইঙ্গিত মিলল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মন্তব্যে। বুধবার এক সাক্ষাৎকারে লোকসভা ভোট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ডিসেম্বর মাসের উল্লেখ করেন। এতেই নির্বাচন এগিয়ে আসার জল্পনায় ঘি পড়েছে।
গত ক’দিন ধরেই জল্পনা চলছে হয়ত ভোট এগিয়ে আনা হতে পারে। ২০২৪ নয়, আগামী লোকসভা নির্বাচন হতে পারে চলতি বছরের শেষে, ডিসেম্বরে। বিরোধীদের অভিযোগ, হারের ভয়ে বিজেপি লোকসভা ভোট এগিয়ে আনার পরিকল্পনা করছে। এদিকে, অনুরাগের বক্তব্য, লোকসভা ভোট ডিসেম্বরে এগিয়ে নিয়ে আসা হতে পারে বলে ভয় পাচ্ছেন বিরোধী নেতাদের কেউ কেউ। ভোটে তাঁদের ভয় কীসের? তাঁরা এখন থেকেই হয়ত নিজেদের পরাজয় দেখতে পাচ্ছেন। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি কৌশলে ভোটে এগিয়ে ডিসেম্বরে করার বার্তা দিলেন মন্ত্রী? কেবল কেন্দ্রীয় মন্ত্রী নন, এদিন নির্বাচন কমিশনের তরফেও জানানো হয়েছে, যে কোনও সময় তারা নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। উল্লেখ্য, আইন অনুযায়ী, লোকসভার মেয়াদ শেষের ছ’মাস আগেই নির্বাচন করানো যায়। সেই আইনের সূত্র ধরেই নির্বাচন কমিশনের বক্তব্য, তারা নির্বাচনের প্রস্তুতি সেরে রেখেছেন।