তুমুল চাঞ্চল্য ছড়াল নদিয়ায়। বুধবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি গ্রুপে কর্মরত পুলিশ কর্মী ইসরাফুল সাহাজি। রাত বারোটায় রেল লাইনের ধার থেকে উদ্ধার হল তাঁর ক্ষতবিক্ষত দেহ। আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, কল্যাণীর মদনপুর জঙ্গল গ্রামের বাসিন্দা ইসরাফুল। কল্যাণী হাউজিং-এর পুলিশ কোয়ার্টারে স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকতেন তিনি। কর্মরত ছিলেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি গ্রুপে। সূত্রের খবর, বুধবার বিকেল ৪ টে নাগাদ হাউজিং থেকে বের হন তিনি। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে ইসরাফুল সাহাজি গেলেও আর ঘরে ফেরেননি তিনি। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও লাভ হয়নি কোনও।
এরপর রাত বারোটা নাগাদ পুলিশ কর্মীর স্ত্রী ফের তাঁর মোবাইলে ফোন করেন। তখন কল্যাণী মেন স্টেশনে কর্মরত এক রেলের আধিকারিক ফোন ধরেন। জানান ইসরাফুলের মৃত্যুর খবর। রেলের তরফে খবর, বুধবার রাতে কল্যাণী সাহেব বাগান সংলগ্ন রেললাইনের ধারে মিলেছে ইসরাফুলের ক্ষত বিক্ষত দেহ। পাশেই পড়ে ছিল তাঁর মোবাইল ফোন। তড়িঘড়ি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রানাঘাটে। তবে পুলিশ কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে।