বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় আশিয়ান দেশগুলির সম্মেলনে নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ পরিচয়ে। স্বভাবতই সরকার দেশের নাম থেকে ‘ইন্ডিয়া’ শব্দটি বাদ দিতে চাইছে কিনা এই প্রশ্নও সামনে এসেছে। বিরোধী নেতাদের অনেকেই বলছেন, ‘ইন্ডিয়া’ জোট নামটি নিয়ে বিজেপি নেতারা ভীত, সন্ত্রস্ত। তাই ভারত নামটির ব্যবহার সরকার বাড়াতে চাইছে।
বিজেপির এই কৌশল ভেস্তে দিতে বিরোধী নেতাদের অনেকেই পদ্ম শিবিরকে পাল্টা খোঁচা দেওয়া শুরু করেছেন। যেমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বিরোধী জোটের নাম যদি ‘ভারত’ রাখা হয়, মোদী সরকার কি তখন দেশের নামও বদলে দেবে! কংগ্রেসের তিরুবনন্তপুরমের সাংসদ শশী তারুর এক্স হান্ডেলে হাল্কা চালে মন্তব্য করেছেন, বিরোধী জোটের নাম BHARAT (বেটারমেন্ট, হারমনি অ্যান্ড রেসপনসিবল অ্যাডভান্সমেন্ট ফর টুমরো) রাখা হোক।
তৃণমূল প্রশ্ন তুলেছে মোদী সরকার দেশের নাম থেকে ইন্ডিয়া বাদ দিয়ে দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘খেলো ইন্ডিয়া’-র কী হবে! জোড়াফুলের নেতা কাউন্সিলর অরূপ চক্রবর্তীর বক্তব্য, দেশের নাম বদলের ভাবনা সামনে আসতে অনেকেই ফের ডিমনিটাইজেশনের আশঙ্কা করছেন। কারণ, টাকার গায়ে লেখা আছে ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ ।
অরূপ আরও বলেন, বিরোধী জোটের নাম যদি MODI (মিশন অফ অপজিশন টু ডেভলপ ইন্ডিয়া) রাখা হয় তাহলে কি প্রধানমন্ত্রী নিজের মোদী পদবি বদলে ফেলবেন? তৃণমূল নেতার বক্তব্য, অটল বিহারী বাজপেয়ী ২০০৪-এর লোকসভা ভোটে ‘শাইনিং ইন্ডিয়া’ বলে স্লোগান দিয়েছিলেন। বিজেপি কি সেই স্লোগানও বদলে দেবে?