জি-২০ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজের একটি আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত লেখার পর থেকেই জল্পনা শুরু হয়েছে ‘ইন্ডিয়া’ নাম বদলে দেশের নাম ভারত করতে চাইছে মোদী সরকার। এর পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে, ভারত যদি ‘ইন্ডিয়া’ নাম ত্যাগ করে, তাহলে ইন্ডিয়া নামটির জন্য নাকি সরকারিভাবে রাষ্ট্রসঙ্ঘে দাবি জানাবে পাকিস্তান!
সে দেশের একটি সংবাদমাধ্যমের সূত্র উল্লেখ করে এক্স (টুইটার) হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়। যাকে কেন্দ্র করে নেটপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ইসলামাবাদের তরফে কেউই এই বিষয়ে মুখ খোলেনি। তবে চুপ করে বসে নেই নেটিজেনরাও। সোশ্যাল মিডিয়ায় রসিকতা শুরু করে দিয়েছেন তারা। কেউ কেউ লিখছেন, পাকিস্তান যদি ইন্ডিয়া দাবি করে, তাহলে আফগানিস্তানও পাকিস্তানের দাবি জানাতে পারে। আরেক নেটিজেনের কটাক্ষ, নাম পাল্টালেও পাকিস্তানের কপাল পাল্টাবে না। প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ লিখেছেন, গ্রাম তৈরিই হল না, আর ডাকাতের দল চলে এসেছে।
