নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। যোগী রাজ্যে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এবার ফের সেখানে গণধর্ষণের শিকার নাবালিকা! ১৫ বছরের নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ করল তিন যুবক। বুধবার এই ঘটনার কথা জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনার পর গ্রেপ্তারির ভয়ে আত্মঘাতী হয়েছেন এক অভিযুক্ত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আগ্রায়। গত সোমবার বাবার দোকান থেকে ফেরার সময় কিশোরীকে অপহরণ করে অভিযুক্তরা। বাইক চালক এক অভিযুক্ত পথ আটকায় নাবালিকার। এর পর একটি অটোরিক্সায় টেনে তোলা হয় তাঁকে। পরের দিন মঙ্গলবার নাবালিকাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় ইট ভাটার কেয়ারটেকার। কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
তিন অভিযুক্ত রুপেশ, কারুয়া এবং জগদিশের (বয়স ১৮ থেক ২০ বছরের মধ্যে) বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। অভিযুক্তরা শামশাবাদের একটি গ্রামের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, তরুণীকে অটোতে তুলে গ্রামেরই একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্তরা ধর্ষণ করেন। পর দিন তাকে রাস্তার পাশে ফেলে চলে যায় তাঁরা। ডিসিপি সোমেন্দ্র মিনা জানিয়েছেন, অটো চালক রুপেশকে গ্রেপ্তার করা হয়েছে। কারুয়া পলাতক। অন্যদিকে গ্রেপ্তারির ভয়ে আত্মঘাতী হয়েছেন জগদিশ।