সম্প্রতি ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করেছিলেন উদয়নিধি স্ট্যালিন। তিনি বলেছিলেন, ‘কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে।’ এ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই এবার স্ট্যালিন-পুত্র সাফ জানিয়ে দিলেন, সনাতন হিন্দু ধর্মের বিরোধিতা করিনি। সনাতন ধর্মের গোঁড়ামির বিরোধিতা করেছি।
তাঁর সাফ কথা, সনাতন ধর্মে এমন কিছু প্রথা আছে যা বন্ধ হওয়া উচিত। উদয়নিধি বলছেন, ‘হিন্দু ধর্মের বিরুদ্ধে আমার কোনও বক্তব্য নেই। কিন্তু জাতিবিদ্বেষের মতো ভয়ংকর প্রথা বন্ধ হওয়া জরুরি।’ জাতপাতের নামে ‘গোঁড়ামি’র উদাহরণ হিসাবে উদয়নিধি বলছেন, ‘দেশের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংসদের নতুন ভবনের উদ্বোধনে ডাকা হয়নি। এটা জাতপাতের সবচেয়ে বড় উদাহরণ।’ নিজের পুরনো মন্তব্যের জন্য ক্ষমা পর্যন্ত চাননি উদয়নিধি।
