আগামী ৯ই সেপ্টেম্বর, শনিবার জি-২০ সম্মেলন উপলক্ষে রাজধানীতে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উক্ত নৈশভোজে যোগদান করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্মেলনে দেশ বিদেশের একাধিক রাষ্ট্র নায়ক থেকে শুরু করে মন্ত্রীরা আমন্ত্রিত হয়েছেন। সেই বৈঠকের পর রাষ্ট্রপতির উদ্যোগে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণ পত্র এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও।
প্রসঙ্গত উল্লেখ্য, সেদিনের নৈশভোজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরের দিন রবিবার তিনি কলকাতায় ফিরে আসবেন। এরপর পরের সপ্তাহে মঙ্গলবারই মমতা বিদেশ সফরে রওনা দেবেন। আগামী ১২ই সেপ্টেম্বর থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।