জি ২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত লেখার পর থেকেই জল্পনা শুরু হয়েছে ‘ইন্ডিয়া’ নাম বদলে দেশের নাম ভারত করতে চাইছে মোদী সরকার। যা নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। নেটিজেনদের প্রতিক্রিয়া, এবার কি ইসরো বিসরো হবে? আসলে ইন্ডিয়ার নাম পরিবর্তন করে শুধু ভারত রাখা হলে যে তার ফলে দেশের বিভিন্ন সংস্থার নাম পরিবর্তন হয়ে যাবে, তা নিয়েই নানা রসিকতা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইসরো নাকি বিসরো হবে, আরবিআই হবে আরবিবি, বিসিসিআই হবে বিসিসিবি ইত্যাদি ইত্যাদি।
প্রসঙ্গত, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। সেখানে দেশের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে বলে মনে করছে বিরোধীরা। এদিকে, জি-২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট অফ ভারত উল্লেখ করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে নাম ইন্ডিয়া বনাম ভারত নিয়ে। নেটিজেনদের রসিকতা, ইন্ডিয়া যদি শুধু ভারত হয়, তাহলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) থেকে বিআইএসআরও করা সবচেয়ে কঠিন কাজ হবে। ইসরো অর্থাৎ আইএসআরও থেকে বিএসআরও হতে পারে। কিন্তু সংক্ষেপে ইসরো থেকে বিসরো কথা খুবই কঠিন।