বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার মুর্শিদাবাদ জেলায় নিয়োগ হচ্ছে আশাকর্মী। মহিলাদের কাজের সুযোগ দিচ্ছে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে ৪৬৭ পদে আশাকর্মী নিয়োগ করা হবে। বহরমপুর, কান্দি, জঙ্গিপুর, লালবাগ ও ডোমকল মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিয়োগ হবে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মহকুমার অন্তর্গত এই আশাকর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত থেকে বিবাহবিচ্ছেদ হয়েছে, এমন মহিলারাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট স্থানের বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স ৩০-৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হওয়া দরকার। শুধুমাত্র অনলাইনে একমাত্র আবেদন করা যাবে।