সরকারি ভাবে দেশের নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এই অভিযোগ করেন। জি২০ শীর্ষ সম্মেলনের একটি আমন্ত্রণ পত্রের উদাহরণ টেনে তাঁর এই চাঞ্চল্যকর অভিযোগ। সঙ্গে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকেও তোপ দেগেছেন এই নিয়ে। জয়রাম অভিযোগ করেন, দেশের সংবিধানের ১ নং অনুচ্ছেদ হুমকির মুখে পড়েছে।
সোশ্যাল মিডিয়া পোস্টে জয়রাম রমেশ অভিযোগ করেন, জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফ থেকে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তাতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এই আবহে কংগ্রেস মুখপাত্র অভিযোগ, দেশের নাম ইংরেজিতেও ‘ভারত’ করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, হিন্দি বা বিভিন্ন আঞ্চলিক ভাষায় এমনিতেই ‘ভারত’ শব্দের উল্লেখ থাকে সরকারি ভাবে। তবে ইংরেজিতে এত বছর ধরে ‘ইন্ডিয়া’ ব্যবহার হয়ে আসছে।
জয়রাম রমেশ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘তাহলে খবরটা সত্যি। রাষ্ট্রপতি ভবনের তরফে জি২০ সম্মেলনের যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সেখানে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে লেখা, ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এখন তো সংবিধানেক ১ নং অনুচ্ছেদ পড়তে হবে, ভারত, যা আগে কি না ইন্ডিয়া ছিল, সব রাজ্যের সমষ্টি। তবে সেই ‘রাজ্যের সমষ্টি’ তো হামলার মুখে পড়েছে।’