গত ১২ মে ২০১৪ সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একাধিক অসঙ্গতি উল্লেখ করে এক ধাক্কায় রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর সেই রায়ের ওপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।
আগামী ৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিচ্যুতদের একাংশ এবং পর্ষদ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তার মেয়াদই বৃদ্ধি করা হল।
