পাশে দাঁড়ালেন স্বয়ং মমতা। যাদবপুরে নিহত পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের সাহায্যার্থে এগিয়ে মুখ্যমন্ত্রী। মৃতের মাকে চাকরি এবং ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন তিনি। সোমবার সদ্য সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে নবান্নে দেখা হয় মমতার। সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ বলেন মুখ্যমন্ত্রী। ছেলের অকালমৃত্যুর শোক এখনও কাটেনি। কান্নায় ভেঙে পড়েন শোকস্তব্ধ অভিভাবকেরা। তবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দু’জনেই। নবান্ন সূত্রে খবর, নিহত ছাত্রের স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে। হাসপাতালে বসানো হবে তার মূর্তি।
উল্লেখ্য, নিহত পড়ুয়ার মাকে চাকরির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়ির কাছেই দেওয়া হবে চাকরি। নিহতের ছোট ভাইয়ের পড়াশোনার খরচও দেবে রাজ্য। গত ৯ই আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে রহস্যমৃত্যু হয় স্বপ্নদীপের। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পুলিশের অনুমান, ব়্যাগিংয়েই মৃত্যু হয়েছে ওই নাবালক পড়ুয়ার। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিকবার রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সন্তানহারা বাবা-মা এদিন নির্ধারিত সময়ের আগেই নবান্নে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিলেন সরকারি আধিকারিকও। তাঁরাও কথা বলেন মমতার সঙ্গে।