ক্রমশ গভীর হয়ে উঠছে দুর্যোগের মেঘ।বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হচ্ছে ৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যা উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের উপর বিস্তার লাভ করবে৷ এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সমুদ্রতল বরাবর হিমালয়ের পাদদেশ বরাবর বিস্তৃত আছে৷ যা নিজের নির্ধারিত পূর্ব প্রান্তের অবস্থানের থেকে সামান্য দক্ষিণে অবস্থিত রয়েছে৷ সাইক্লোনিক সার্কুলেশনটি মধ্য ট্রপোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ আইএমডি -র ওয়েদার আপডেট অনুযায়ী এর জেরে গাঙ্গেয় বাংলায় ইতঃস্তত বিক্ষিপ্ত ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে৷ এরই জেরে কলকাতায় সোমবার সকাল থেকেই আগামী ৩ দিন দিনের বিভিন্ন সময়ে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হতে পারে।সোমবার সকাল থেকেই কলকাতা , দুই ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘাচ্ছন্ন। কখন বজ্রবিদ্যুৎ-সহ কখনও এমনি হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকে রাত পর্যন্ত চলবে। অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হবে ৮৮ শতাংশ ৷ যা আবহাওয়ার ভাষায় ‘এক্সট্রিমলি হিউমিড’।
প্রসঙ্গত, আপেক্ষিক আর্দ্রতার জেরে কলকাতার ফিল লাইক তাপমাত্রা সর্বোচ্চ হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস৷ সাইক্লোনিক সার্কুলেশন এবং তার জেরে তৈরি হতে চলা নিম্নচাপে ৪-৫ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি৷ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ হতে পারে বজ্র-বিদ্যুৎ -সহ ভারী বৃষ্টিপাতও৷ এদিকে দক্ষিণবঙ্গে যখন তোলপাড় তখন উত্তরবঙ্গে বৃষ্টির দুর্যোগ-দুর্ভোগ সামাণ্য কম৷ এই মুহূর্তে আগামী ২-৩ দিনে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই৷ হিমালয় পাদদেশের দার্জিলিং, কালিংম্পং, জলপাইগুড়িতেও যেমন হালকা বৃষ্টি, তেমনিই কোচবিহার, দুই দিনাজপুর, মালদহেও হালকা বৃষ্টি কখনও ইতস্তত ও বিক্ষিপ্ত বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এদিকে আইএমডি-র পূর্বাভাস অনুযায়ি রবিবার পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুই স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ছিল৷ তবে ক্রমাগত বৃষ্টির জেরে সোমবার থেকে ফের তাপমাত্রা নিম্নমুখী হবে বলেই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।
