উপনির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছেন ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়। প্রাক্তন বিধায়ককে দলে নিয়ে ভোটের আগে শাসকদলকে ‘ঝটকা’ দিতে চেয়েছিল পদ্মশিবির। কিন্তু এই যোগদান ঘিরে বিজেপির শিবিরের অন্দরের অসন্তোষ সামনে এসেছে।
রবিবারই মিতালির যোগদানের পর নীচুতলার বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ সামনে এসেছিল। রবিবার রাতেই মিতালী রায়ের যোগদান নিয়ে দলের শীর্ষনেতাদের নেতাদের নিশানা করলেন কোচবিহারের বিজেপির জেলা সম্পাদক অজয় সাহা। মিতালির যোগদানের পর তাঁর আক্ষেপ- ‘২০২১ থেকে বিজেপি এখনও পর্যন্ত কোনও শিক্ষাই নেয়নি’।
২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলের অনেক নেতা-বিধায়ক যোগ দিয়েছিলেন বিজেপিতে। এ রকম দলত্যাগী অনেকেই বিধানসভা ভোটে পদ্মশিবিরের টিকিট পেয়েছিলেন। কিন্তু তাতেও বাংলা দখল সম্ভব হয়নি। বদলে ভোটের পর অনেকে আবার ফিরেছিলেন তৃণমূলে। মিতালি রায়ের যোগদানের পর এই বিষয়টির উল্লেখই নিজের ফেসবুক পোস্টে করেছেন কোচবিহারের জেলা সম্পাদক। নিজের ফেসবুক পোস্টে অজয় সাহা লিখেছেন, ‘তৃণমূলে গুরুত্ব না পেয়ে বিজেপিতে। ২০২১ থেকে বিজেপি এখনও পর্যন্ত কোনও শিক্ষাই নেয়নি। ২০২১এ বিধানসভার তৃণমূল প্রার্থী যে মিতালি রায়কে ধূপগুড়িবাসী প্রত্যাখ্যান করল এবং পরাজিত হল বিজেপির কাছে। ২০২৩ এ এসে সেই কি না বিজেপিকে জেতাবে’?