শনিবার জলপাইগুড়ির ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রচারসভা থেকেই বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের তরফে বড়সড় ঘোষণা করে দিলেন তিনি। প্রসঙ্গত, শুক্রবার মুম্বইতে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সদ্যগঠিত সমন্বয় কমিটির সদস্য হয়েছেন অভিষেক। এদিন তিনি জানান, ‘‘২০২৪ সালে বিজেপি জিতলে গ্যাসের দাম ৩ হাজার টাকা হবে। ইন্ডিয়া জিতলে ৫০০ টাকায় গ্যাস পাওয়া যাবে।’’
উল্লেখ্য, মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক শেষে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক গৃহীত হয়েছে তিন দফা যৌথ প্রস্তাব। প্রথমত, সমন্বয়ের ভিত্তিতে যত দ্রুত সম্ভব রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে ‘যথাসম্ভব একের বিরুদ্ধে এক’ প্রার্থী চূড়ান্ত করার জন্য সমঝোতা প্রক্রিয়া শুরু করা। দ্বিতীয়ত, ১৪ সদস্যের সমন্বয় কমিটির মাধ্যমে যৌথ প্রচার, কৌশল নির্ধারণের মতো বিষয়গুলি চূড়ান্ত করা। এবং সর্বোপরি, ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ স্লোগান সামনে রেখে দ্রুত রাজ্যে রাজ্যে ঐক্যবদ্ধ ভাবে জন সমাবেশ এবং প্রচার কর্মসূচি আরম্ভ করার পরিকল্পনা রয়েছে।