বিজেপিশাসিত মণিপুরে এখনও স্তিমিত হয়নি জাতিহিংসার উত্তাপ। অব্যাহত ভয়ার্ত পরিবেশ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তার কণামাত্র আভাস পাওয়া যাচ্ছে না। মেইতেই ও কুকিদের বিদ্বেষ ও লড়াইয়ের মাঝে পড়ে ক্রমশ বিঘ্নিত হচ্ছ ‘কম’ সম্প্রদায়ের নিরাপত্তা। এবার দেশের অন্যতম বক্সিং তারকা মেরি কম দাবি তুললেন, বিবাদমান দুই গোষ্ঠী যাতে কম সম্প্রদায়ের গ্রামগুলিতে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে যথোপযুক্ত পদক্ষেপ নিক নিরাপত্তা বাহিনী। সুরাহা আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চেয়েছেন মেরি।
উল্লেখ্য, মণিপুরের স্বীকৃত ৩৫টি উপজাতির অন্যতম কম। মেরি সেই উপজাতি ভুক্ত। তাঁর গ্রাম কাঙাতেই হিংসায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অমিত শাহকে চিঠি দিয়ে অবিলম্বে মণিপুরের হিংসাত্মক ঘটনা বন্ধ করতে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন মেরি। পাশাপাশি, তাঁর অনুরোধ, নিরপেক্ষভাবে শান্তি ফেরানোর কাজ করুক সেনা, আধাসেনা ও রাজ্য পুলিশ। বিভেদ ও ক্ষত ভুলে মেইতেই ও কুকি সহ সব গোষ্ঠীকে শান্তিপূর্ণ সহাবস্থানের অনুরোধও করেছেন ছ’বারের বিশ্বজয়ী বক্সার।