চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠক শেষে প্রকাশিত হয়েছে বিরোধী জোটের প্রস্তাব। এর পাশাপাশি, যত দ্রুত সম্ভব প্রচারে নামার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শুক্রবারের বৈঠকে ঠিক হয়েছে শুরুতেই কয়েকটি রাজ্যের রাজধানী শহরে জনসভা করবে ‘ইন্ডিয়া’।
জোট সূত্রে খবর, ইন্ডিয়া’র পরের বৈঠক এবং জনসভার জন্য মধ্যপ্রদেশের রাজধানী ভোপালকে বেছে নেওয়ার হতে পারে। মুম্বইয়ের বৈঠকে প্রথমে ঠিক হয় দিল্লিতে পরবর্তী বৈঠক এবং জনসভা করা হবে কংগ্রেসের উদ্যোগে। সেখানেই বিরোধী বাকি ২৭ দলকে ডাকা হবে। কিন্তু বৈঠক শেষে নতুন কিছু শহরের নাম অনেক নেতাই প্রস্তাব করেন। তাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের নাম এগিয়ে আছে। ভোপালকে অগ্রাধিকার দেওয়ার কারণ খুব সহজ। নভেম্বরে যে পাঁচ রাজ্যের ভোট হতে যাচ্ছে তাতে একমাত্র মধ্যপ্রদেশে ক্ষমতায় বিজেপি। ফলে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাজধানী ভোপালকে দিয়ে প্রথম জনসভা করার প্রস্তাবে অনেক নেতাই সায় দিয়েছেন।