চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠক শেষে প্রকাশিত হয়েছে বিরোধী জোটের প্রস্তাব। সেখানে স্থির হয়েছে দেশ জুড়ে মিছিল করার কথা। এছাড়াও স্থির হয়েছে প্রচারের থিম। স্থির হয়েছে আসন বণ্টনের নীতিও। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জোটের একাধিক নেতা-নেত্রী তাঁদের বক্তব্য রাখেন। যেমন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘আমরা নিয়মিতভাবে দেশজুড়ে প্রচার চালাব। কেন্দ্রে যারা আছে, তাঁরা এবার হারবেই।’ তাঁর অভিযোগ, ‘সংবাদমাধ্যমের ওপর কবজা করে নেওয়া হচ্ছে। কম খবর ছাপা হয় বিরোধীদের। একটি দলেরই খবর বেশি ছাপা হয়। সংবাদমাধ্যম আজ কাজ করছে না শুধু প্রচার করছে। এই কবজা থেকে মুক্তি দেব আমরা।’ জেডিইউ প্রধান আরও বলেন, দেশের ইতিহাস বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমরা তা হতে দেব না। সবাইকে একজোট হয়ে থাকতে হবে।
অন্যদিকে, বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘ইন্ডিয়া জোট শুধুমাত্র ২৮ টি দলের জোট নয়। ১৪০ কোটি মানুষের জোট এইটি।’ দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ‘কয়েকদিন ধরে আমরা বিদেশের সমস্ত সংবাদমাধ্যমে প্রথম পাতায় লেখা হচ্ছে, কেন্দ্রীয় সরকার একজনের জন্যই কাজ করছে। তিনি দেশ থেকে টাকা বের করে বিদেশে বিনিয়োগ করছেন। এগুলো দেখলে দুঃখ হয়।’ মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে কেজরি বলেন, ‘এদের থেকে অহংকারী সরকার আর কেউ নেই। এরা নিজেদের ভগবান ভাবছে। আর যাঁরা নিজেকে ভগবান ভাবেন, তাঁদের পতন দ্রুত হয়।’ আপ প্রধানের সাফ কথা, ইন্ডিয়া জোটের তিনটি মিটিংয়ে যোগ দিয়েছি। কেউ এখানে পদের জন্য আসেননি। ১৪০ কোটি মানুষের জন্য একজোট হয়েছেন সকলে।