শুক্রবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তৃতীয় দফার বৈঠক। পরবর্তী মূল বৈঠকটি জাতীয় রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে, আজ মুম্বইতে বৈঠকের সমাপ্তির পর এমনই জানালেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার উপদল) নেত্রী সুপ্রিয়া সুলে। এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেকে যখন সংবাদমাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ভারত জোটের পরবর্তী বৈঠক কোথায় হবে? “দিল্লীতে”, জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে বিরোধী দল ভারত জোটের সাংগঠনিক দলগুলি শুক্রবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে, মুম্বাইতে অনুষ্ঠিত তৃতীয় কৌশলগত বৈঠকের সময় গৃহীত জোটের প্রস্তাবে বলা হয়েছে। বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’র প্রথম বৈঠক ২৩শে জুন পাটনায় অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় সভার আয়োজন হয়েছিল ১৭-১৮ই জুলাই, বেঙ্গালুরুতে।