চলতি বছরেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। আর এই ৪ রাজ্যের ভোটে দল ভাল ফল করলেই চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনতে পারে মোদী সরকার। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি টিএমসিপি-র সমাবেশ থেকে তিনি বলেন, ‘দুদিন বাদে লোকসভা ভোট রয়েছে। আমার তো সন্দেহ যে ডিসেম্বরে ওরা ভোট করে দিতে পারে। জানুয়ারিতেও হতে পারে। ওদের কোনও বিশ্বাস নেই!’ মমতার সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হওয়ার ইঙ্গিত মিলল এবার। প্রথমে, আচমকাই লোকসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। যার এজেন্ডা নিয়ে মুখে কুলুপ এটেছে কেন্দ্র। আর তারপর, এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে বিশেষ কমিটি গঠন। কেন্দ্রের এই দুই পদক্ষেপে হঠাৎ করেই ‘এক দেশ, এক নির্বাচনে’র পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা উজ্বল হওয়া শুরু করেছে।
প্রশ্ন হল, একসঙ্গে সব রাজ্য ও লোকসভা নির্বাচন করানো কি আদৌ সম্ভব? বাস্তব পরিস্থিতি বলছে, এখনই সেটা ভীষণ মুশকিল। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, সব রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে করানো সম্ভব না হলেও অন্তত ১০-১২টি রাজ্যের নির্বাচন একসঙ্গে করানো যেতে পারে। সেই সঙ্গে করানো যেতে পারে লোকসভা ভোটও। চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে একসঙ্গে পাঁচ রাজ্যের ভোট হওয়ার কথা। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের ওই ভোট পর্বের সঙ্গেই কাশ্মীরের ভোটও ঘোষণা করে দেওয়া হতে পারে। রাজনৈতিক মহলে জল্পনা, এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া কার্যকর করার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসাবে ওই ৬ রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গেই লোকসভা ভোট করাতে পারে কেন্দ্র।