চলতি বছরেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। আর এই ৪ রাজ্যের ভোটে দল ভাল ফল করলেই চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনতে পারে মোদী সরকার। এমনটাই মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি টিএমসিপি-র সমাবেশ থেকে তিনি বলেন, ‘দুদিন বাদে লোকসভা ভোট রয়েছে। আমার তো সন্দেহ যে ডিসেম্বরে ওরা ভোট করে দিতে পারে। জানুয়ারিতেও হতে পারে। ওদের কোনও বিশ্বাস নেই!’ এবার, তাঁর সুরেই সুর মেলালেন বিজেডি প্রধান তথা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। যে কোনও সময়ে নির্বাচন হতে পারে এবং তার জন্য দলীয় নেতাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। দলের বিশিষ্ট নেতাদের দলের নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করতে বলেছেন।
২০২৪-এ লোকসভা নির্বাচনের প্রায় একই সময়ে উড়িষ্যার বিধানসভা নির্বাচনও হওয়ার কথা। বিধানসভা নির্বাচনের সময়ও এগিয়ে আনা হতে পারে বলে মনে করছে উড়িষ্যার শাসক দল। বিজেডি নেতা অমরপ্রসাদ সতপতী জানিয়েছেন, বুধবারই একটি পর্যালোচনা সভা করেছেন নবীন পট্টনায়ক। সেই সভায় উপস্থিত ছিলেন উড়িষ্যার আটটি জেলার দলীয় পর্যবেক্ষকরা। সেখানে নবীন জানান, ২০২৪ সালের মে-জুনে মাসে লোকসভা নির্বাচনের সঙ্গেই উড়িষ্যার বিধানসভা নির্বাচন হওয়ার কথা। কিন্তু, চলতি বছরের শেষের দিকেই দুই নির্বাচনের জন্যই প্রস্তুত থাকতে হবে। এর সজন্য শিগগিরই ১৪৭টি বিধানসভা কেন্দ্রেরই নেতাদের সঙ্গে সভা করবেন নবীন। অমরপ্রসাদ সতপতীর মতে, উড়িষ্যার জনগণের সমর্থন রয়েছে বিজেডির সঙ্গে। আগামী বছরের জুনে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে। তবে তার আগেই নির্বাচনের যেতে তৈরি তাঁরা।