মুম্বইয়ে বিরোধীদের তৃতীয় বৈঠকের আগে আচমকাই ২০০ টাকা কমে গিয়েছে রান্নার গ্যাসের দাম। একে বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধতার জয় বলেই মনে করছেন ‘ইন্ডিয়া’ জোটের নেতা-নেত্রীরা।
তাই বৃহস্পতিবার সন্ধ্যায় গ্র্যান্ড হায়াত হোটেলে নৈশভোজের আগেই ২৮ দলের নেতা-নেত্রীরা প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত নিলেন আরও এগোতে হবে। রাজ্যে রাজ্যে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি বন্ধ করতে হবে। এখন বিজেপির বিরোধিতা ছাড়া আর কোনও লক্ষ্য নেই। তৃণমূল স্তর পর্যন্ত যত শক্তিশালী হবে জোট, ততটাই চাপ বাড়বে বিজেপির ওপর। লোকসভা ভোট যখন হয় হোক, আসন্ন ৫ রাজ্যের বিধানসভা ভোট থেকেই একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া শুরু হবে বলেও ইন্ডিয়ার নেতারা একমত হয়েছেন।