মেঘ ভাঙা বৃষ্টি ও ভূমিধসে আগে থেকেই বিধ্বস্ত হিমালয়ের দুই রাজ্য উত্তরাখাণ্ড এবং হিমাচল প্রদেশ। এবার বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশও। যোগী সরকার জানিয়েছে, রাজ্যের ২৩টি জেলার ৬০১টি গ্রামে বন্যার কবলে পড়েছেন প্রায় দু’লক্ষ মানুষ।
বন্যার্তদের জন্য ১,১০১টি আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, আমরোহার ৪৫টি গ্রাম, আজমগড়ের আটটি গ্রাম, বালিয়ার একটি, বরাবাঙ্কির চারটি, বস্তির ছ’টি, বিজনোরের ৩০টি, বদাউনের ২৭টি, ফারুখাবাদের ১১৫টি, ফতেহপুরের চারটি, গোণ্ডার ২৩টি, গোরখপুরের চারটি, হরদৈয়ের ৫৫টি, মুজফ্ফরনগরের ৪০টি, উন্নাওয়ের ৮০টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এই তালিকা আরও দীর্ঘ। সব মিলিয়ে বিকল রাজ্যের ‘ডবল ইঞ্জিন’।