এবার মোদীর মন্ত্রীর বাড়িতে খুনের অভিযোগে নতুন করে অস্বস্তিতে পড়ল বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। গুলি চালিয়ে যুবককে খুনের অভিযোগ মন্ত্রী-পুত্রের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের বেগারিয়া গ্রামে মন্ত্রীর বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব। নিহত যুবক মন্ত্রী-পুত্রের বন্ধু বলে দাবি। শুক্রবার সকালে এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, খুনের অভিযোগ দায়ের করেছে নিহত যুবকের পরিবার। তিন জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন পুলিশের বিশাল বাহিনী। কী কারণে খুন, তা জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রীর বক্তব্য জানা যায়নি। অভিযুক্ত মন্ত্রী-পুত্রকে আটক করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিসের বিরুদ্ধে বিক্ষোভকারী ৪ কৃষককে গাড়ির চাকায় পিষে মারার অভিযোগ উঠেছিল।