মুম্বইয়ের একটা পাঁচতারা হোটেল৷ সেই হোটেলেই দু’দিন ধরে বৈঠক হচ্ছে বিজেপি বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্সের৷ বৃহস্পতিবার সেই হোটেলের সামনে ফের ধরা দিল পুরনো চেনা একটা দৃশ্য৷ বৈঠক শেষের পরে হাসতে হাসতে কথা বলতে বলতে একসঙ্গে বেরিয়ে আসছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়৷
এর আগেও একাধিক বার এই দৃশ্য দেখেছে পশ্চিমবঙ্গবাসী৷ দিল্লি গেলে একসময় সোনিয়ার সঙ্গে অবশ্যই দেখা করতে যেতেন মমতা৷ মাঝখানে বিরোধী মঞ্চের নেতৃত্বের প্রশ্নে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে তিক্ততা আসে৷ যে টানাপড়েন এই কিছু দিন আগেও ছিল৷ তবে, রাহুল-অভিষেকের সাম্প্রতিক বৈঠক এবং সনিয়া-মমতার এই একসাথে বেরিয়ে আসা এবার অন্য বার্তাই দিচ্ছে৷
মুম্বই বৈঠকে ঠারেঠোরে ফের একতার বার্তা দিচ্ছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। অন্তত মুম্বই বৈঠকের প্রতি মুহূর্তে ধরা পড়েছে সেইরকমই ছবি। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের যে পাঁচতারা হোটেলে বৈঠক হয়, সেখানে বৈঠক শেষের পরে দেখা যায় একসাথে হাসতে হাসতে বেরিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধী। বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আগাগোড়া বসে ছিলেন রাহুল গান্ধী। তার পাশে ছিলেন সীতারাম ইয়েচুরি।
সূত্রের খবর, নৈশভোজেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায় সনিয়া গান্ধীকেও। তবে মুম্বই বৈঠকের আয়োজনের শুরুতেই ছিল আরও বড় চমক। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস উভয়েই তাদের এক্স (বা ট্যুইটার) হ্যান্ডেলে একে অপরের ছবি পোস্ট করেছেন। কংগ্রেস তাদের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে রাহুল গান্ধীর ছবি।