আজ ১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু হচ্ছে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প। এটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে আবেদনপত্র জমা নেওয়া হবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্বে পরিষেবা প্রদানের শিবির চলবে ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
শুধু বার্ধক্য ভাতাই নয়, এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিনটি নতুন প্রকল্প আনা হয়েছে। সেগুলি হল, শ্রম বিভাগের অধীনে পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ করা হবে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীনে উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করা হবে। এছাড়া হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের তালিকাভুক্তিকরণ করা হবে।
এবার থেকে জেনারেল ক্যাটাগরিভুক্ত পুরুষ ও মহিলা সবার জন্য বার্ধক্য ভাতা চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে সেকথা জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
৬০ বছর বয়স হয়েছে এমন জেনারেল ক্যাটাগরির বৃদ্ধ-বৃদ্ধারা বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। প্রতিবারের মতোই এবারেও বুথ স্তরে স্থায়ী এবং ভ্রাম্যমান দুই ধরনের শিবিরের আয়োজন করছে সরকার। রাজ্যে জুড়ে ইতিমধ্যেই পূর্বনির্ধারিত এক লক্ষ শিবিরে আবেদনপত্র গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।