এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কড়া ভাষায় অভিযাগ তুললেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। অতিসম্প্রতিই, ৫১ ক্যানাল স্ট্রিটে তাঁর ঠিকানায় একটি চিঠি পাঠিয়েছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার সেই চিঠি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই চিঠি অনুসারে আজ, বৃহস্পতিবার সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা ছিল সুজিত বসুর। কিন্তু, বেলা ২টোর সময় সাংবাদিক বৈঠক করে সুজিত বসু জানালেন, তিনি কোনও চিঠিই পাননি। সংবাদমাধ্যমে চিঠি প্রকাশ করে তাঁকে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছেন সুজিত বসু। তাঁর অভিযোগ, কেউ বা কার তাঁর রাজনৈতিক জীবনকে কালিমালিপ্ত করতে ষড়যন্ত্র করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু বলেন, “আজ পর্যন্ত কোনও নোটিস পাইনি। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, কালি ছেটানোর চেষ্টা করছে। কারা এই কাজ করছে, তা খুঁজে বের করতে যত দ্রুত সম্ভব তদন্ত হোক।”
পাশাপাশি মন্ত্রীর দাবি, চিঠি প্রকাশ করে তাঁর সম্মানহানি করা হচ্ছে। সঠিক তদন্ত না হলে মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “ছাত্রদের মধ্যে র্যাগিং-এর কথা বলা হচ্ছে, আমার মনে হচ্ছে এটাও আমার ক্ষেত্রে র্যাগিং।” সিবিআই নোটিস সম্পর্কে মন্ত্রীর সাফ জবাব, “চিঠি পেলাম না। যাওয়ার প্রশ্ন কোথায় আসছে কোথা থেকে? ৪০ বছরের রাজনীতিতে কেউ কোনও দিন প্রশ্ন তুলতে পারেনি।” এখানেই থেমে থাকেননি তিনি। “যদি এজেন্সির মাধ্যমেই চিঠি সামনে আসত, তাহলে আজ না যাওয়ার পর এজেন্সি তো বলত যে উনি আসেননি?”, প্রশ্ন সুজিতের।
