আগামী বছরই দেশে লোকসভা নির্বাচন। আর তার আগে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে দেশের বিরোধীরা। যার নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’। ‘প্রধানমন্ত্রীর মুখ হবে ইন্ডিয়া’, এবার এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়। তাঁর বার্তা, ‘আমরা দেশকে বাঁচাতে চাই। কে প্রধানমন্ত্রী হবে? সেটা মুখ্য বিষয় নয়’।
প্রসঙ্গত, ইন্ডিয়ার জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয়টি বেঙ্গালুরুতে। ১ সেপ্টেম্বর তৃতীয় বৈঠকে হতে চলেছে মুম্বইয়ে। মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখ নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা সবাই একই এবং ইন্ডিয়া পরিবারের সদস্য। আমরা দেশকে বাঁচাতে চাই। কে প্রধানমন্ত্রী হবে? সেটা মুখ্য বিষয় নয়। প্রধানমন্ত্রীর মুখ হবে ইন্ডিয়া’।
