ইন্ডিয়া জোটের বৈঠকের আগে বুধবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সাংবাদিক বৈঠকে এনডিএ জোটকে কটাক্ষ করে বলেন, ‘আমাদের তো প্রধানমন্ত্রীর মুখের জন্য অনেক পছন্দ রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী ছাড়া এনডিএ-র কাছে অন্য কোনও মুখ আছে কি’?
তিনি বললেন, ‘কর্নাটকে কী হয়েছে আপনারা দেখেছেন। ওঁরা বজরঙ্গবলীকেও আনতে বাধ্য হয়েছিল কিন্তু ভগবান ওঁদের আশর্বাদ করেনি’।
বিজেপির শাসনের সঙ্গে বিজেপির তুলনা করে উদ্ধব ঠাকরে বলেন, ‘ব্রিটিশরাও উন্নয়নমূলক কাজ করেছিল, কিন্তু যদি আমরা সমস্ত ক্ষমতা দিয়ে ওদের না তাড়াতাম, তাহলে স্বাধীনতা পেতাম না আমরা। আমরা উন্নয়ন চাই কিন্তু তার সঙ্গে স্বাধীনতাও চাই’।
সাংবাদিক বৈঠকে উদ্ধবের সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পওয়ারও। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী সেচ নিয়ে যে দুর্নীতির কথা বলেছিলেন এবং সত্যিটা সামনে আনবে। আমি ওনাকে অনুরোধ করছি সঠিকভাবে যেন তদন্ত করেন’।
মায়াবতীর এনডিএ বা ইন্ডিয়া-কোনও জোটেই সামিল না হওয়ার প্রসঙ্গে শরদ পওয়ার বলেন, ‘মায়াবতী এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাই ওঁর উচিত নিজের অবস্থান আরও ভালভাবে স্পষ্ট করা’।