আগের বৈঠকে চূড়ান্ত হয়েছিল নাম, এবার পালা প্রতীকের। আজ, বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া-র সদস্যরা। পটনা, বেঙ্গালুরুর পর তৃতীয় বৈঠক হতে চলেছে বাণিজ্য নগরী মুম্বইতে। পটনার বৈঠকে যোগ দিয়েছিল ১৬টি বিরোধী দল। বেঙ্গালুরুর বৈঠকে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ২৬-এ। এবার মুম্বইয়ের বৈঠকে আরও একটি নতুন দল যোগ দিতে চলেছে বলেই জল্পনা। অর্থাৎ মোট ২৭টি বিরোধী দল ইন্ডিয়া জোটের দুইদিনব্যাপী বৈঠকে যোগ দেবে। লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট মুম্বই থেকেই তৈরি হবে বলেই মত বিরোধী দলগুলির।
জানা গিয়েছে, আজ ও আগামীকালের ইন্ডিয়া জোটের বৈঠকে লোকসভা নির্বাচনের জন্য বিরোধী জোটের লোগো বা প্রতীক চূড়ান্ত করা হতে পারে। পাশাপাশি তৈরি করা হবে কো-অর্ডিনেশন কমিটিও। ২০২৪ সালের নির্বাচনে বিজেপিকে কীভাবে হারানো যায়, তা নিয়ে একটি ‘জয়েন্ট অ্যাকশন প্ল্যান’ও তৈরি করা হবে।
মুম্বইয়ের গ্রান্ড হায়াত হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে। ২৭টি রাজনৈতিক দলের ৬৩ জন প্রতিনিধিরা যোগ দেবেন দুইদিনের এই বৈঠকে। আজ সন্ধ্যার মধ্য়ে সমস্ত বিরোধী দলের প্রতিনিধিরা মুম্বইয়ে পৌঁছে যাবেন। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ তাদের একটি আলাপচারিতা ও বৈঠক হবে। রাতে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামিকাল, ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হবে। দুপুর ২টো অবধি চলবে সেই বৈঠক। বিকেল সাড়ে তিনটে নাগাদ সাংবাদিক বৈঠক করা হবে ইন্ডিয়া জোটের তরফে।