প্রকল্পটি চালুর কথা ঘোষিত হয়েছিল আগেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অনুকরণে ‘গৃহলক্ষ্মী’র সূচনা করল কর্ণাটকের কংগ্রেস সরকার। বিধানসভা ভোটের আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। কর্ণাটকে ক্ষমতা দখলের পর এ বার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অনুকরণে মহিলাদের আর্থিক অনুদান চালু করলেন দলের নেতা রাহুল গান্ধী। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতিতে বোতাম টিপে মহিলাদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়ার ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের উদ্বোধন করেন রাহুল।
এদিন কংগ্রেস সাংসদ বলেন, ‘‘রাজ্যের ১ কোটি ১০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়া শুরু হল। আমরা মানুষেক কাছে যা অঙ্গীকার করি, তার পূরণও করি।’’ দক্ষিণ কর্ণাটকের মাইসুরুর মহারাজা কলেজের মাঠে ওই কর্মসূচিতে রাহুলের দাবি, কর্ণাটকের ধাঁচে দেশের অন্য রাজ্যগুলিতেও মহিলাদের আর্থিক অনুদান কর্মসূচি চালু হবে। প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস ঘোষণা করেছে মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে জিতে ক্ষমতা দখল করলে সে রাজ্যের প্রতিটি পরিবারের এক জন মহিলাকে গৃহলক্ষ্মী প্রকল্পে মাসিক আর্থিক ভাতা দেওয়া হবে। পাশাপাশন প্রতিটি পরিবার ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার এবং ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবে নিখরচায়। ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক করে দেওয়া হবে বিদ্যুতের মূল্যও।