আরম্ভ হয়ে গেল ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ বিতরণ। রাজ্য সরকারের পরিকল্পনাপ্রসূত এই প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল উক্ত কার্ড। বুধবার দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার বিধানসভার বিজয়গঞ্জ বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার মাধ্যমে এই কার্ডের শংসাপত্র উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে জেলাশাসক সুমিত গুপ্তা জানান, দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে জমা পড়েছে ১২ হাজারেরও বেশি আবেদন। তিনি আরও বলেন, আড়াই হাজারেরও বেশি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
প্রসঙ্গত, এদিন মন্দির বাজার বিধানসভা এলাকায় ৭৯ জন উপভোক্তার হাতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ১.২ কোটি টাকার ঋণ মঞ্জুরের শংসাপত্র প্রদান করা হয়। এর ফলে উপভোক্তারা আগামীদিনে ব্যাপক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। জেলাশাসক সুমিত গুপ্তা, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শঙ্কু সাঁতরা, ডায়মন্ডহারবারের এসডিও অঞ্জন ঘোষ, বিধায়ক শ্রী জয়দেব হালদার, ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার-সহ প্রমুখরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।
