সৌদি-মুলুকে অব্যাহত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুরন্ত ফর্ম। আগের ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। আর মঙ্গলবার করলেন জোড়া গোল। সঙ্গে একটি অ্যাসিস্টও রয়েছে। লিগের প্রথম দু’টি ম্যাচে তিনি না থাকায় দলও হেরেছিল। রোনাল্ডো ফিরতেই ছন্দে আল নাসের। এদিন আল শাবাবের বিরুদ্ধে দল জিতল ৪-০ ব্যবধানে। গোলের পর রোনাল্ডোর নতুন সেলিব্রেশন নজর কেড়েছে। এদিন প্রথমার্ধে পেনাল্টি থেকেই দু’টি গোল করেন রোনাল্ডো। আরও একটি পেনাল্টি পেয়েছিল আল নাসের। কিন্তু সেই পেনাল্টি রোনাল্ডো মারতে দেন তাঁর সতীর্থ আব্দুলরহমান ঘারিবকে। কিন্তু সুযোগ নষ্ট করেন ঘারিব।
এরপর ম্যাচের ৪০ মিনিটে সাদিয়ো মানের গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেন রোনাল্ডো। পরের দিকে রোনাল্ডোর একটি শট বারে লাগে। আল নাসেরের হয়ে চতুর্থ গোল করেন সুলতান আন ঘান্নাম। উল্লেখ্য, গোলের পর রোনাল্ডো সাধারণত কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে গিয়ে দু’হাত পিছনে নিয়ে গিয়ে চেনা ভঙ্গিতে উদযাপন করে থাকেন। এদিন সেটা তো ছিলই। পাশাপাশি ডান হাত উপরে তুলে শরীর নাচিয়ে অদ্ভুত কায়দায় রোনাল্ডোর নতুন উদযাপন দেখা যায়। পরে জানা গিয়েছে, সেটি একটি বিশেষ ধরনের নাচ। হাতে তরোয়াল নিয়ে যে নাচটি পারফর্ম করে থাকেন সৌদি আরবের পুরুষরা।
