এবার ফের হিংসার বলি এক তৃণমূল কর্মী। বুধবার সকালে নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি। আহত হন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার ধাপারিয়া এলাকায়। মৃতের নাম মাতিয়াজুল দফাদার।
সূত্রের খবর, বুধবার সকালে মাতিয়াজুল দফাদারের বাড়িতে ঢুকে গুলি চালায় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী। তাতেই মৃত্যু হয় মাতিয়াজুলের। তাঁর স্ত্রী গুলমিষা বিবি জানান, এদিন সকালে হঠাতই তাঁদের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এরপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁর স্বামী, ছেলে সহ আরও একজনকে।
ঠেকাতে গেলেই দুষ্কৃতীরা বন্দুক দিয়ে গুলি ছুড়তে থাকে, ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মাতিয়াজুলের। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন দুজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।