আরও একবার নারীনির্যাতনের অভাবনীয় নারকীয়তা ফুটে উঠল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। দুই ছাত্রীকে দিনের পর দিন যৌন হেনস্থা করেছেন এক স্কুলের প্রিন্সিপাল! রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে একথা জানান সেই দুই নির্যাতিতা ছাত্রী। ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত ওই স্কুলের অন্য পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। পুলিশ সূত্রে জান গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি স্কুলের। অভিযুক্ত প্রিন্সিপালের নাম ডঃ রাজীব পান্ডে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ১২ থেকে ১৫ বছর বয়সী ছাত্রীদের নিজের ঘরে ডেকে শ্লীলতাহানি করতেন। এই ঘটনার দিনের পর দিন চলছিল। প্রথম ভীত হয়ে চুপ করে থাকলেও পরে তাঁদের মা-বাবাকে ঘটনার কথা জানান ছাত্রীরা।
এরপর তড়িঘড়ি স্কুলে গিয়ে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ জানান অভিভাবকরা। সেই সময় পালটা অভিভাবকদের উপর চড়াও হন রাজীব। উত্তেজিত জনতা মারধর করে প্রিন্সিপালকে। যার পর অভিভাবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন অভিযুক্ত প্রিন্সিপাল। ছাত্রীদের বাবা-মায়েরা জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রেখে তাঁদের হেনস্থা করা হয়। যাবতীয় ঘটনা জানিয়ে যোগীকে রক্ত দিয়ে চিঠি লেখে দুই ছাত্রী। সেখানে এও জানানো হয় যে, প্রিন্সিপাল আরএসএস-এর সদস্য বলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও শেষ পর্যন্ত বাধ্য হয়ে সক্রিয় হয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রিন্সিপালকে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে যোগীরাজ্যের প্রশাসন। সরব হয়েছে বিরোধীরা। নিন্দার ঝড় উঠেছে নেটমাধ্যমেও।