এবার মালদার চাঁচলে সাত সকালে বাড়িতে ঢুকে এলাকার তৃণমূল নেতা সইদুল রহমানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা! মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের জমি সংক্রান্ত বিবাদ চলছিল। মামলা চলছিল আদালতে। মঙ্গলবার সকালে হঠাৎই প্রতিবেশী বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পর পর ৮-১০ রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সইদুলের। এর পর ঘটনাস্থল থেকে পালায় আততায়ী।