নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। যোগী রাজ্যে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এবার আরও এক চরম নৃশংসতার সাক্ষী থাকল যোগী রাজ্য। সেখানে একটি আবাসনের তরুণী নিরাপত্তারক্ষীকে গণধর্ষণ করে ‘হত্যা’র অভিযোগ উঠল তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। একটি বিষয়ে বনিবনা না হওয়ায় প্রথমে মারধর করা হয় তরুণীকে। এরপর তিন সহকর্মী তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তরুণী রক্ষীকে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি আবাসনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৯ বছরের ওই তরুণী। পুলিশ জানিয়েছে, তাঁকে মারধর করেন সহকর্মী দুই রক্ষী এবং তাঁদের সুপারভাইজার। এর পর তিন জন মিলে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পলাতক হন অভিযুক্তরা। তদন্তকারীদের দাবি, সরকারি হাসপাতালে ভর্তি করলে পুলিশ জানতে পারবে না সে কথা ভেবেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তরুণীকে। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু হয়েছে।