আজ, মঙ্গলবার মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ নবান্ন সভাঘরে বিশেষ সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্য সরকার। এই বৈঠকে আমন্ত্রিত একাধিক বিশিষ্টরা। তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশার, সৌরভ গঙ্গোপাধ্যায়, পন্ডিত অজয় চক্রবর্তী, যোগেন চৌধুরী, জয় গোস্বামী সহ একাধিক সাহিত্যিকরা। বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরাও আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের তালিকায় ৯০ জনেরও বেশি। আমন্ত্রণ করা হয়েছে শিশু কিশোর একাডেমী, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, রাজ্য চারুকলা পর্ষদ সহ বিভিন্ন একাডেমির চেয়ারপারসনদের।
প্রসঙ্গত, রাজ্যের ‘পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটি’র অ্যাডভাইজর করা হয়েছে সুগত বসুকে। ইতিমধ্যেই আলোচনায় বেশ কয়েকটি তারিখ উঠে এসেছে। তার আগে মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে সহমত হতেই সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্য। মূলত পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মতামত নিতেই বিভিন্ন বোর্ড, বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। গত ২০শে জুন রাজভবনের তরফে পালন করা হয়েছিল ‘পশ্চিমবঙ্গ দিবস’। যে দিন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্য। প্রকাশ্যেই এ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের একাধিক নেতামন্ত্রী। তারপরেই ‘পশ্চিমবঙ্গ দিবসের’ নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করতে রাজ্যের তরফে গঠন করা হয় একটি বিশেষ কমিটি। প্রাথমিক ভাবে তারা আলোচনাও করেছে কয়েকটি সম্ভাব্য তারিখ নিয়ে।
