INDIA জোটের আসন্ন মুম্বই বৈঠক ঘিরে সাজ সাজ রব বিরোধী শিবিরে। বিরোধী জোটের তৃতীয় বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি অনেকগুলি সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা। এর মধ্যে অন্যতম, শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর, দু’দিনের বৈঠকে ৪৫০টি আসনের প্রসঙ্গ উঠতে পারে। তবে, তাড়াহুড়ো নয়, ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার জন্য পরপর INDIA জোটের বৈঠক হতে থাকবে।
অক্টোবরের মাঝামাঝি থেকেই দেশে শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। তাই সেপ্টেম্বরে INDIA জোটের আরও একটি বৈঠক হতে পারে এবং দিওয়ালির আগে আরও একটি বৈঠক হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক INDIA জোটের এক সদস্য জানিয়েছেন। জোটের পরবর্তী বৈঠক পাঞ্জাবের অমৃতসরে হওয়ার সম্ভাবনা।
সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অন্যতম কাণ্ডারি হওয়ার সুবাদে কলকাতায় জোটের বৈঠকের প্রস্তাব উঠেছিল আগেই। কিন্তু কলকাতায় বৈঠক হলে সিপিএম মমতার পাশে দাঁড়াতে চরম অস্বস্তিতে পড়বে, এই আশঙ্কা থেকেই তা ঠেকাতে উঠেপড়ে লাগেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শেষ পর্যন্ত তিনি সেই চেষ্টায় কতটা সফল হবেন, সেই প্রশ্ন রয়েই গিয়েছে।
INDIA জোটের বেশ কয়েকজন তাবড় নেতা চাইছেন, অন্তত একটি বৈঠক কলকাতায় হোক। মুম্বইয়ে বৈঠকের সময় অশোকচক্র ছাড়া জাতীয় পতাকাকে জোটের পতাকা হিসাবে গ্রহণ করার বিষয়ে চিন্তাভাবনা করা হবে। ইন্ডিয়া জোটের জন্য স্বতন্ত্র পতাকা থাকলেও জোটে থাকা দলগুলি আগের মতোই তাদের নিজস্ব পতাকা ও প্রতীকের ভিত্তিতে রাজ্যের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মু্ম্বই বৈঠকের পরেই ইন্ডিয়া জোটের দেশজুড়ে সভা-সমাবেশ পর্ব শুরু হতে পারে, এমন কথাও শোনা গিয়েছে। যেখানে অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ ছ থেকে সাতজন প্রধান নেতা বক্তা হিসাবে থাকবেন।