এবার রাজ্যে অব্যবহৃত বর্গা জমির কৃষি চরিত্র বদলের দিকটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার এই প্রসঙ্গে ভূমি ও ভূমি সংস্কার প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কিছু ক্ষেত্রে বর্গা জমির চরিত্র বদলের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। বিষয়টি সরকার বিবেচনা করে দেখবে।’ উল্লেখ্য, বিধানসভায় গত সপ্তাহে ১০৩ বছরের পুরনো চরের জমি সংক্রান্ত একটি আইন বাতিলের জন্য বিল পাস হয়েছে। এই প্রসঙ্গেই এসেছে বর্গা জমির আলোচনাটি।
প্রসঙ্গত, কান্দি বিধানসভার তৃণমূল বিধায়ক অপূর্ব রায় বর্গা জমি সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেন বিধানসভায়। তিনি বলেন, বহু ক্ষেত্রে বছরের পর বছর বর্গা হওয়া জমি চাষ করা যাচ্ছে না চরিত্রগত কারণে। সেই জমির মালিক বাড়ি তৈরি বা অন্য কোনও বাণিজ্যিক কাজে জমি ব্যবহার করতে পারছেন না। বিষয়টিকে যেন গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়। এরপরই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এই বিষয়টি বিবেচনার যৌক্তিকতা আছে। বিষয়টিকে বিবেচনায় রেখে ভূমি দফতরের দিকে বল গড়িয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
