সোমবার ধর্মতলায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা যে দাবি করলেন তাতে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। মমতা বলেন, ‘কালকে আমাকে একজন মেসেজ দিয়েছে, অভিষেককে (পড়ুন অভিষেক বন্দ্যোপাধ্যায়) ভোটের আগে গ্রেফতার করা হবে’। এই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির তল্লাশির কথাও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘’আমায় কালকে একজন মেসেজ দিচ্ছেন অভিষেককে গ্রেফতার করব নির্বাচনের আগে। ওর কম্পিউটারের সব তথ্য নিয়ে গিয়েছে। তারপর কতগুলো ফাইল নিজেরা তৈরি করে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। এগুলো ওদের কম্পিউটারে ছিল না। এমনকী ডায়রি করা হয়েছে।’
এরপরই বিজেপিকে আক্রমণ শানান মমতা। তাঁর কথায়, ‘তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড় ওস্তাদ নই, আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন কোন সময়ে ওই ফাইল় ডাউনলোড করা হয়েছিল তা আমরা জানতে পেরেছি। লালবাজারে অভিযোগও করা হয়েছে’।
কম্পিউটারে ফাইল ডাউনলোড করার ব্যাপারে লিপস অ্যান্ড বাউন্ডসের এক কর্মচারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। মমতা এদিন দাবি করেছেন, সেই কর্মচারীকেও ধমকি দেওয়া হচ্ছে। তাঁকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।