টোকিও অলিম্পিক্সের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসেবে এই নজির তৈরি করেছেন তিনি। এশিয়ান গেমসে সোনা, কমনওয়েলথ গেমসে সোনা, ডায়মন্ড লিগ, অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। আর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা এল তাঁরই হাত ধরে। এমন সাফল্যের জন্য নীরজকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমাজমাধ্যমে মমতা লিখেছেন, “অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নীরজ। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য আপনাকে অনেক অভিনন্দন। আপনার ভবিষ্যৎ আরও সুন্দর হোক।” দেশের প্রথম সারির অ্যাথলিটের সঙ্গে নীরজ আবার ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেও যুক্ত। সেনাবাহিনীর তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে তাঁকে। “নীরজ চোপড়া ফের একবার আমাদের গর্বিত করল। বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিনে ছুড়ে সোনা জয়ের জন্য সুবেদার নীরজ চোপড়াকে ভারতীয় সেনাবাহিনী শুভেচ্ছা জানাচ্ছে”, টুইটারে লিখেছে তারা।
