যোগী রাজ্যে ভয়ঙ্কর ঘটনা। স্কুলে এক শিশুকে মারধরের ভিডিও ভাইরাল। যোগী সরকারকে তোপ বিরোধী নেতাদের। ভিডিও ভাইরাল হতেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার একটি স্কুলের মর্মান্তিক ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি প্রাইভেট স্কুলের শিক্ষকা এক মুসলিম শিশুকে ক্লাসের অন্য শিশুদের চড় মারতে বলছেন। যে শিশুটিকে অন্য ছাত্ররা থাপ্পড় মারছে সেই ছাত্রটি মুসলিম বলেই জানা গিয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মুজাফফরনগর পুলিশ।
এই ভিডিওটি সামনে আসার পর জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোও বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। একইসঙ্গে এই ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসের অন্য শিশুরা এক শিশুকে চড় মারছেন। পালাক্রমে উঠে দাঁড়িয়ে থাকা শিশুকে চলছে চড় মারার ঘটনা। শুধু তাই নয়, শিক্ষক বাকি শিশুদেরও জিজ্ঞাসা করছেন কেন তারা ওই শিশুকে চড় মারছে না। দাবি করা হচ্ছে যে শিশুটিকে মারধর করা হচ্ছে সে মুসলিম সম্প্রদায়ের।
বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে বলেছেন, ‘নিরীহ শিশুদের মনে বৈষম্যের বিষ প্রবেশ করানো হচ্ছে। স্কুলের মতো পবিত্র স্থানকে ঘৃণার বাজারে পরিণত করার চেয়ে খারাপ কিছুই হতে পারেনা। বিজেপি ভারতের প্রতিটি কোণে আগুন লাগাচ্ছে। শিশুরাই ভারতের ভবিষ্যত- তাদের মনে কোন ঘৃণা নেই, আমাদের সবাইকে একসঙ্গে তাদের ভালবাসা শেখাতে হবে’।