আপনার সব প্রশ্নের জবাব দিতে আমি তৈরি। আপনি শুধু জায়গা ঠিক করুন। দুর্নীতি ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুঁড়ে এমনটাই বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টুইটে যুদ্ধ চালিয়ে গেলেও বয়সে অন্তত ১৫ বছরের ছোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেননি শুভেন্দু। আর এরপরই তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয় তৃণমূল কর্মী;সমর্থকরা। শুভেন্দুকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শুরু হয় #SpinelessSuvendu ক্যাম্পেন। যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এবার এক্স-এ ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষে জায়গা করে নিল এই ক্যাম্পেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে এই প্রচার ‘হিট’ হতেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের।