দক্ষিণ ভারতে চলন্ত ট্রেনে আগুন। শনিবার ভোর-রাতের দিকে মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জন যাত্রীর আগুনে ঝলসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতরা উত্তর প্রদেশের বাসিন্দা বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাটি যে সময়ে ঘটে, তখন যাত্রীরা সকলেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। আর এর মধ্যেই মাদুরাই স্টেশনের কাছে প্যান্ট্রি কারে ভয়ঙ্কর আগুন লাগে। পরে তা আশপাশের আরও দু’টি বগিতে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, মাদুরাই জংশনের থেকে এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই মাদুরাই স্টেশন থেকে আপদকালীন একটি দল ছুটে যায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে মাদুরাইয়ের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।
প্রাথমিকভাবে রেল সূত্র মারফত জানা যাচ্ছে, ট্রেনটির ইলেকট্রিক্যাল কোনও ত্রুটি থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের বিশেষজ্ঞ একটি দল। রেলের তরফে ফরেন্সিক ও অন্যান্য তদন্তও শুরু করা হয়েছে। ট্রেনের যে ক’টি বগিতে আগুন লেগেছে, সেই বগিগুলি খতিয়ে দেখা হচ্ছে। আইআরসিটিসি-র ওই স্পেশাল ট্রেনে কীভাবে আগুন লাগল, তাও খতিয়ে দেখছেন তাঁরা। ইলেকট্রিক্যাল কোনও ত্রুটি নাকি রান্নার কোনও সরঞ্জাম থেকে আগুন লেগেছে… সব বিষয়গুলি নজরে রাখছে রেল। এর পাশাপাশি দুর্ঘটনার সময় ট্রেনের গতি কত ছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্রেনের গতির কারণে আশপাশের বগিগুলিতে আগুন ছড়িয়ে থাকতে পারে।