এবার ট্রেনের ভিতরেই চূড়ান্ত অভব্যতা ও নোংরামির অভিযোগ উঠল খোদ রেলকর্মীর বিরুদ্ধে। চলল প্রস্রাব, সঙ্গে মদ্যপানও! স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। চাকরি গিয়েছে অভিযুক্তের। ঘটনাটি ঘটেছে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে। জানা গিয়েছে, অভিযুক্ত রেলকর্মীর নাম দশরথ কুমার। মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনে মেকানিক্য়াল বিভাগে কর্মরত ছিলেন তিনি। নয়া পেনশন প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নেমেছে রেলকর্মীরা। সেই আন্দোলনে সামিল হয়েছিলেন দশরথও। রেল সূত্রের খবর, ৯ই আগস্ট সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে চেপে দিল্লি যাচ্ছিলেন ওই রেলকর্মী। এসি কোচের বি-৬ কামরার যাত্রী ছিলেন তিনি। অভিযোগ, ট্রেনে মদ্যপান করতে শুরু করেন দশরথ।
এরপর মদ্যপ অবস্থায় কেবল দুর্ব্যবহারই নয়, প্রস্রাবও করেন কামরায়। ক্ষিপ্ত হয়ে ওঠেন অন্য যাত্রীরা। এমন ঘটনা যে ঘটতে পারে, তা বিশ্বাসই হচ্ছিল না অনেকের। মোবাইল ভিডিও তুলে তাঁরা তা পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। তড়িঘড়ি নড়চড়ে বসে রেল কর্তৃপক্ষ। চাকরি থেকে বরখাস্ত করা হয় অভিযুক্তকে। এর আগে মাঝ আকাশে বিমানে প্রস্রাব করার ঘটনা ঘটেছে একাধিকবার। এবার বাদ গেল না ট্রেনও। এদিকে মধ্যপ্রদেশেরই সিধি এলাকায় নেশাগ্রস্থ অবস্থায় এক আদিবাসী ব্যক্তির মুখে প্রস্রাব করা অভিযোগ ওঠেছিল জনৈক বিজেপি নেতার বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সেবারও। উক্ত বিজেপি নেতাকে পরবর্তীতে গ্রেফতার করা হয়।