গত ২৩ অগস্ট সন্ধ্যায় চাঁদের বুকে সফল করেছে ভারতের চন্দ্রযান-৩। যা এখন গোটা বিশ্বেই আলোচনার কেন্দ্রে। এই ৬১৫ কোটি টাকার একটি সাশ্রয়ী প্রকল্প সর্বত্রই চর্চায় রয়েছে। তবে শুধু এই দিক থেকেই চন্দ্রাভিযান সাশ্রয়ী তা কিন্তু নয়। ইসরোর বিজ্ঞানীদের বেতনও যথেষ্ট কম। সম্প্রতি চন্দ্রযানের সাফল্যের পর এমনটাই জানালেন প্রাক্তন ইসরো চেয়ারম্যান জি মাবধন নায়ার। একটি সাক্ষাৎকারে তিনি বিজ্ঞানীদের উদ্যমের কথা মনে করিয়ে দেন। সেটা যে কোনও রকম টাকার বিনিময়ে নয়, তাও বলেন তিনি।
প্রসঙ্গত, ২৩ অগস্ট সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে মানুষের তৈরি চন্দ্রযান। সারা বিশ্বের নিরিখে এ আদতে এক ইতিহাস। এর পর থেকেই একে একে সামনে আসছে অজানা তথ্য। ভারতীয় বিজ্ঞানীরা সারা বিশ্বের বিজ্ঞানীদের থেকে অনেক কম পারিশ্রমিক পান। চন্দ্রাভিযানের সাফল্যের পর সেই কথাই বলেছেন প্রাক্তন ইসরো চেয়ারম্যান জি মাবধন নায়ার। তাঁর কথায়, সারা বিশ্বে বিজ্ঞানীরা যে মাইনে পান, তার পাঁচ ভাগের এক ভাগ পান ইসরোর বিজ্ঞানীরা। এত কম মাইনেতেও যথেষ্ট পেশাদারিত্ব নিয়ে তাঁরা কাজ করেন। কাজের জন্য রীতিমতো জান লড়িয়ে দেন বিজ্ঞানীরা। চন্দ্রযানের সাফল্যে সেটাই আবার প্রমাণিত হল বলে মনে করেন প্রাক্তন ইসরো চেয়ারম্যান।