বয়স যেন কোনও বাধাই নয় তাঁর কাছে! জেতার খিদে রয়েছে সেই আগের মতোই। ইউরোপের পর সৌদি মুলুকেও সমান উজ্জ্বল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এবার সৌদির ক্লাব আল নাসেরের হয়ে প্রথম ট্রফি জিতলেন তিনি। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারাল আল নাসের। দু’টি গোলই রোনাল্ডোর। তবে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি রোনাল্ডো। হাঁটুর চোটে চোখের দলে মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচ শেষে অবশ্য সতীর্থদের সঙ্গে ট্রফি জয়ের উল্লাসে মেতে ওঠেন সিআরসেভেন। গত মরসুমে আল নাসেরে যোগ দিলেও এত দিন ট্রফি জিততে পারেননি রোনাল্ডো। এ বার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপকে পাখির চোখ করেছিলেন তিনি। আর নিজের সেরা খেলা খেললেন ফাইনালেই।
ম্যাচের প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় প্রথমে গোল করে আল হিলাল। যদিও সেই অগ্রগমন বেশি ক্ষণ স্থায়ী হয়নি। ৭৪ মিনিটের মাথায় সমতা ফেরান রোনাল্ডো। তার পরে সাত মিনিটের ব্যবধানে আল নাসেরের আল আমিরি ও নওয়াফ বৌশাল লাল কার্ড দেখেন। ফলে বাকি সময়ে আল নাসেরকে খেলতে হয় ৯ জনকে নিয়ে। ৯০ মিনিটে মীমাংসা না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে আবার গোল করেন রোনাল্ডো। তার পরে হাঁটুতে চোট পান তিনি। স্ট্রেচারে করে মাঠ থেকে বার করে নিয়ে যেতে হয় রোনাল্ডোকে। কেঁদে ফেলেন সিআরসেভেন। যদিও শেষে আবার হাসি দেখা যায় রোনাল্ডোর মুখে। ২-১ গোলে জেতার পরে ট্রফি নিয়ে জয়ের উদযাপন করতে দেখা যায় তাঁকে। সমাজমাধ্যমে ভক্তদের ধন্যবাদ দিয়েছেন রোনাল্ডো। ‘‘প্রথম বার দলকে এই গুরুত্বপূর্ণ ট্রফি জেতাতে পেরে গর্বিত। ক্লাবের সব ফুটবলারকে ধন্যবাদ। এটা দলগত জয়। পাশে থাকার জন্য আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ। দর্শকেরা যে ভাবে সমর্থন করেছেন তার জন্য তাঁদেরও ধন্যবাদ জানাই’’, লিখেছেন তিনি।
