এবার সৌদি মুলুকের পথে পাড়ি দিচ্ছেন নেইমারও? শোনা যাচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-করিম বেঞ্জেমা-সাদিও মানে প্রমুখ তারকার পর এবার সৌদি আরবের লিগে খেলতে চলেছেন তিনিও। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই পিএসজির সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চলেছেন নেইমি। কয়েকদিনের মধ্যেই সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন তিনি। দুই দলের মধ্যে তারকার ট্রান্সফার নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে বলে দাবি করেছে ফরাসি সংবাদপত্র লেকুইপে। প্রসঙ্গত, পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার, এমন জল্পনাও ছড়িয়েছিল। তবে সেই সম্ভাবনা একেবারেই নেই বলেই মত ফুটবলমহলের। জানা গিয়েছে, ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে ব্রাজিলীয় তারকাকে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে দুই ক্লাবের তরফে কিছুই বলা হয়নি। মুখে কুলুপ এঁটেছেন নেইমার নিজেও। তবে পিএসজির অনুশীলনে তিনি উপস্থিত ছিলেন না। তারপর থেকেই দলবদলের গুঞ্জন শুরু হয়।
জল্পনা অনুযায়ী, নেইমারের ট্রান্সফার নিয়ে দুই ক্লাবের মধ্যে আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই আল হিলালে সই করতে পারেন নেইমার। প্রসঙ্গত, সৌদি লিগে রোনাল্ডোর ক্লাব আল নাসেরের সবচেয়ে বড় প্রতিপক্ষ এই আল হিলাল। পিএসজি থেকে মেসিকে সই করাতেও বেশ আগ্রহ প্রকাশ করেছিল এই দলটি। তবে নেইমার নাকি নিজে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু বার্সা কোচ জাভি জানিয়ে দেন, ক্লাবের আগামী পরিকল্পনার সঙ্গে নেইমার ঠিক খাপ খাচ্ছেন না। ব্রাজিলীয় তারকাকে একই কথা জানিয়ে দেন পিএসজির টিম ম্যানেজমেন্টও। প্রসঙ্গত, ২০১৭ সালে রেকর্ড অঙ্কের চুক্তিতে পিএসজিতে সই করেছিলেন নেইমার। তারপর একাধিক ঘরোয়া লিগ ও কাপ জেতেন। তবে জিততে পারেননি কোনও ইউরোপিয়ান খেতাব।
