যোগী রাজ্যে কেমন সুশাসন চলছে ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। বিতর্কিত জমিতে গরু রাখায় পিটিয়ে মারা হল সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে। বেধড়ক মারধরের ফলে হাসপাতালে জীবনমৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন বৃদ্ধের ছেলে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সুলতানপুর জেলার কুরেবারের সাধোবাড়ি গ্রামে।
পুলিশ জানিয়েছে, একটি জমি নিয়ে সাধোবাড়ির বাসিন্দা ৭০ বছর বয়সী মাগ্গু রামের সঙ্গে গ্রামেরই অন্য একটি পরিবারের বিরোধ চলছিল। ওই বিতর্কিত জমিতে নিজের গরু বেঁধে রেখেছিলেন মাগ্গুরাম। কেন বিতর্কিত জমিতে গরু বেঁধে রাখলেন এই প্রশ্ন তুলে রবিবার রাতে মাগ্গুরামের ওপরে চড়াও হয় বেশ প্রতিপক্ষ শিবিরের লোকজন। কথা কাটাকাটির মাঝেই মাগ্গুরামকে বেধড়ক মারধর শুরু করা হয়। বাবাকে বাঁচাতে এসে হামলাকারীদের আক্রমণের মুখে পড়েন মাগ্গুরামের ছেলে বিজয়ও। দুজনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলে দু’জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মাগ্গুরামকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন বিজয়। কাকার মৃত্যুর পরেই কুরেবার থানায় অভিযোগ দায়ের করেন মাগ্গুরামের ভাইপো মানিকলাল। ওই অভিযোগের ভিত্তিতে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।